ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪২ রাত

যশোর জেলা বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে মহিলা দল সভানেত্রীর মামলা

যশোর জেলা বিএনপির সেক্রেটারির বিরুদ্ধে মহিলা দল সভানেত্রীর মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে নালিশী মামলা হয়েছে।

আজ রোববার (৯ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলী) আদালতে এ মামলা করেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভানেত্রী রাশিদা রহমান। 

এদিন আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ।

অভিযোগে বলা হয়, গেল ৮ নভেম্বর যশোর রেডক্রিসেন্ট অফিসে কথাবার্তার একপর্যায়ে বাদীকে থাপ্পড় মারার জন্য তেড়ে আসেন বিএনপি নেতা খোকন। এছাড়া তিনি বাদীকে হত্যার হুমকি ও তার ছেলেকে পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখান। এ সময় সেখানে উপস্থিত থাকা বিএনপি নেতা অ্যাডভোকেট ইসহক, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রেজা দুলু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের হস্তক্ষেপে দেলোয়ার হোসেন খোকন নিবৃত হন।

আরও পড়ুন

এজাহারে আরও বাদী বলেন, তিনি কোতয়ালি থানায় মামলা করতে গেলে আদালতে মামলার করার পরামর্শ দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, মামলা হয়েছে শুনেছি। অভিযোগে যা বলা হয়েছে তেমন কিছু ঘটেনি। তার অভিযোগ মিথ্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবির ৭০ পরিবারের জীবন চলে ইটের খোয়া ভেঙে 

সুযোগ দিলে অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই : নুরুল হক নুর

ছয়দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দিন দিন বাড়ছে হলুদ চাষ

বগুড়ার সোনাতলায় ৬ মামলার আসামি জীবন গ্রেফতার

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১১ বছর পর ফল আমদানি