ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত

পি‌রোজপু‌রে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

পি‌রোজপু‌রে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে গাঁজাসহ বাবা তার ছেলেতে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ওই যুবকের বাবার দেওয়া তথ্য মতে আজ রবিবার (৯ ন‌ভেম্বর) সন্ধ‌্যা ৬ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যুবকের বিরু‌দ্ধে মাদকদ্রব্য আইন২০১৮,৩৬/৫ ধারা অনুযায়ী মোবাইল কো‌র্টের মাধ‌্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ক‌রেন সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী। 

মাদকাসক্ত যুবক উপজেলার না‌জিরপুর সদর ইউনিয়নের বু‌ড়িখালী এলাকার আনসার শেখের ছেলে নাঈম।

গাঁজা সেবনের পাশাপাশি সে মাদক বিক্রির সঙ্গেও জড়িত বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

না‌জিরপুর থানা পুলিশের উপ সহকা‌রী পু‌লিশ প‌রিদর্শক মো. সা‌জেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি বিক্রিও করেন। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন।

গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম। পরে নাঈমের বাবা স্থানীয় চৌ‌কিদার মো. এনামুল হকের সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেন। এরপর উপ‌জেলা সহকা‌রী কমিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী ঘটনাস্থ‌লে এসে মোবাইল কোর্টের মাধ‌্যমে তা‌কে ১ মা‌সের কারাদণ্ড ও ১০০ টাকা জ‌রিমানা ক‌রেন।

আরও পড়ুন

নাজিরপুর উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূ‌মি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাদকদ্রব্য আইনে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফ‌রিদ আল মাহামুদ ভূইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে একটি ফোর্স পাঠাই৷ সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেন সঙ্গে ১০০ শত টাকা জরিমানা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পি‌রোজপু‌রে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে প্রতিহতের ঘোষণা

চিতলমারীতে এনজিওর বিরুদ্ধে জোরপূর্বক গৃহবধূর স্বর্ণালঙ্কার নেওয়ার অভিযোগ

তিন ছাত্র সংগঠনকে বই উপহার দিলেন ছাত্রদল নেতা শাকিল

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়ার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেলেন হাসান বাসির