ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জে দুই হাজার কেজি জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ রবিবার (৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা সকাল ৬টার দিকে দুটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালান। এ সময় দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

তিনি বলেন, ট্রাকচালক ও তাদের সহকারীদের জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা মাছ স্থানীয় মাদরাসা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন

সিয়াম-উল-হক আরো বলেন, অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রি রোধে কোস্ট গার্ড সব সময় তৎপর রয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে অভিযান ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসুক জনতা জড়ো হয়। তারা জানান, এ ধরনের পদক্ষেপ নদী ও মাছের প্রজনন রক্ষায় সহায়ক হবে, যা ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের আলোচনা সভা

ট্রাভেল ব্যাগে লুকিয়ে গাঁজা পাচার, স্বামী-স্ত্রী আটক

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

বগুড়ার সোনাতলায় ৬ হাজার হেক্টর জমি অনাবাদি

ঢাবির হলে ভিপি-জিএসের জন্য ৬ শিক্ষার্থীর কক্ষ খালি করার নির্দেশের অভিযোগ