বিটিভির দুই অনুষ্ঠানে গান গাইলেন তানজিন মিথিলা
অভি মঈনুদ্দীন ঃ তানজিন মিথিলা এই প্রজন্মেও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। বিটিভির এই সময়ের প্রচার চলতি দুই জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠান ‘শেকড়ের গান’ ও ‘গীতিবিচিত্রা’ দুটি ভিন্ন গান পরিবেশন করেছেন। ‘শেকড়ের গান’এ তিনি পরিবেশন করেছেন একটি ফোক ঘরানার গান ও ‘গীতি বিচিত্রা’য় পরিবেশন করেছেন একটি আধুনিক গান। ছোটবেলা থেকেই নেত্রকোনার মেয়ে তানজিন মিথিলার স্বপ্ন ছিলো বিশেষত বাংলাদেশ টেলিভিশনে গান করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। তবে এখন যেন বিটিভিতে তিনি নিয়মিতই গান করছেন। সময়ের জনপ্রিয় এবং শ্রোতাপ্রিয় অনেক তারকা শিল্পীদের সঙ্গে তানজিন মিথিলাও সমানতালে বিটিভিতে গান পরিবেশন করে আসছেন।
তানজিন মিথিলা বলেন,‘ নেত্রকোনার মেয়ে আমি, ছোটবেলা থেকেই একজন শিল্পী হবার বাসনা ছিলো আমার। সেভাবেই নিজেকে ছোটবেলা থেকে গড়ে তুলেছি। রতন কুমার সরকার স্যার’সহ নেত্রকোনার শতদল সাংস্কৃতিক একাডেমি’সহ আরো নানান প্রতিষ্ঠানে গান শেখা হয়েছে আমার। অর্থাৎ গানে নিজেকে যথাযথভাবে গড়ে তুলেই পেশা হিসেবে সঙ্গীতকে বেছে নিয়েছি। এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আমাকে পাশে থেকে অনুপ্রেরণা দিচ্ছেন, এগিয়ে যাবার সাহস দিচ্ছেন। বিটিভির শেকড়ের গান ও গীতিবিচিত্রায় দুটি ভীষণ ভালোলাগার মতো গান করেছি। আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে। আর আগামীতে আরো বেশ কিছু নতুন গান প্রকাশ পাবে। এরইমধ্যে গানগুলোর কাজ চলছে।’
এদিকে তানজিন মিথিলা রাজধানীর লালমাটিয়া কলেজ থেকে মাস্টার্সে সমাজ বিজ্ঞান বিষয়ে ফার্স্ট ক্লাশে উত্তীর্ণ হয়েছেন। কিছুদিন আগে মিথিলার মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মিথিলার এমন ফলাফলে তার পরিবার’সহ তার বন্ধু বান্ধব সবাই ভীষণ উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত এ কারণেই যে একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার নেপথ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পাশাপাশি পড়াশুনাটাও ঠিক মতো চালিয়ে গিয়েছেন। যার ফলে মাস্টার্স মাস্টার্সে তিনি ফার্স্ট ক্লাশে উত্তীর্ণ হয়েছেন। তানজিন মিথিলার স্কুল জীবন কেটেছে ঝাঞ্জাইল উচ্চবিদ্যালয়ে ও কলেজ জীবন কেটেছে আবু আব্বাস কলেজে।
আরও পড়ুনএরইমধ্যে তার নতুন মৌলিক গান ‘ মন সারাক্ষণ’ প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন আহসান জামিল। মিথিলার সঙ্গে এই গানে সহশিল্পীও তিনি। এছাড়াও গত ঈদে প্রকাশিত হয়েছে তার নতুন মৌলিক গান ‘ভালোবাসি তোরে পাখি’। গানটি লিখেছেন সুরাইয়া সন্ধ্যা, সুর সঙ্গীত করেছেন জেডি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762693557.jpg)







_medium_1762693442.jpg)
