দিনাজপুরের কাহারোলে ধানক্ষেত থেকে হিজড়ার লাশ উদ্ধার
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে ধানক্ষেত থেকে কামাল হোসেন পায়েল (৩৫) নামে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ডাবোর ইউনিয়নের ডহচী গ্রামের মৃত নুরু মিয়ার সন্তান।
কাহারোল থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার বর্মন জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয়রা উপজেলার ডাবোর ইউনিয়নের কোটগাঁও এলাকার একটি ধানক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।
আরও পড়ুনকাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1761301833.jpg)
