বগুড়ার কুকরুলে জমি দখল, জুলুম ও মামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সদর উপজেলার কুকরুল এলাকায় জমি দখল, হয়রানি, জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে পুরাতন বগুড়া-দিনাজপুর সড়কের কুকরুল মরাকাটা বাজার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, নাজমুল হক সোহেল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক প্রভাব খাটানো এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন।
আরও পড়ুনমানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ভূমিদস্যুর দখল ও হয়রানি বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান, আব্দুল মান্নান, বেলাল হোসেন, হারুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, আপেল মাহমুদসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।
মন্তব্য করুন