মানসম্মত শিক্ষা প্রদান করতে পারলে কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব - মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন
বগুড়া বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মালেক বলেছেন, মানসম্মত শিক্ষা প্রদান করতে পারলে কাক্সিক্ষত ফলাফল অর্জন করা সম্ভব। এ প্রতিষ্ঠান বরাবরই সেই প্রচেষ্টা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অবদান রাখছে।
তিনি এই প্রতিষ্ঠানের সফলতায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের অবদানে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এই সফলতা অব্যাহত রাখার আহ্বান জানান। আজ শনিবার (৮ নভেম্বর) সকালে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানে প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, বগুড়ার পরিচালক আলমগীর কবির, সহকারী পরিচালক আরাফাত হোসেন, সহকারী কমিশনার তাসওয়ার তানজামুল হক।
আরও পড়ুনএছাড়া আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ (কলেজ শাখা) দুলাল হোসেন, উপাধ্যক্ষ (স্কুল শাখা) শফিকা আকতার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক শফিকুর রহমান, নাসরিন আকতার, প্রভাষক রফিকুল ইসলাম, তানজানিয়া খানম, হাফিজুর রহমান, প্রদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আরিফুর রহমান খান, আবু লায়েছ নিক্সন, শুকলা রাণী ধর, রিপন সরকার প্রমুখ। শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









