ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ রাত

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : ‘আমি মুসলিম। আমি একজন হতভাগি, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ-০৪/১১/২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।’ -এমন একটি চিরকুট রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি নবজাতককে (মেয়ে) রেখে পালিয়ে গেছেন মা।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চমতলায় শিশু ওয়ার্ডের একটি বেডে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে রেখে চলে যায় শিশুটির মা ও স্বজনরা। শিশুটি বর্তমানে পেডিয়ার্টিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে, সুস্থ আছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা জানাজানি হলে দত্তক নিতে হাসপাতালে ভিড় করছেন অনেকেই।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী। 
গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে ইন্টার্ণ চিকিৎসকের কক্ষে এসে বাচ্চাটিকে ভর্তি করতে বলেন।

নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানি হিসেবে। আমি শিশুটির মাকে খোঁজ করি। তারা বলেন, শিশুটির মা নিচে আছে। আমি মাকে নিয়ে আসতে বললে বাচ্চাসহ ওই দম্পতি বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পরে শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যান্যরা বিষয়টি আমাদেরকে জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামা-কাপড় পাওয়া গেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, স্বাভাবিক সন্তান প্রসবের যে সময়কাল তার আগেই প্রসব হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। ফটোথেরাপি দেওয়া হয়েছে। ওয়ার্মার এ রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি ব্যাগে ভরে বাচ্চাটিকে হাসপাতাল পর্যন্ত এনেছেন। এরইমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন, একটি টিম গঠন করে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় শিশুটিকে নেয়ার জন্য অনেক ফোন আসছে। এভাবেই শিশুটিকে কারও হাতে দেয়া সম্ভব নয়। জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করেই শিশুটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট