ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:৫৩ রাত

বগুড়ায় এবার ১২শ’ কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্য

বগুড়ায় এবার ১২শ’ কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্য

শাওন রহমান : বগুড়ায় চলতি শীতকালীন (রবি) সবজি চাষ মৌসুমে ১১শ’ কোটি ৯৬ লাখ টাকার বিভিন্ন সবজি উৎপাদনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছেন জেলার চাষিরা। বগুড়ায় এবছর ১৩ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার কৃষি বিভাগ। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার মেট্রিকটন সবজি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বগুড়ায় গত বছর ১৩ হাজার ২শ’ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। সবজি উৎপাদন হয় ৩ লাখ ২০ হাজার ২৮০ মেট্রিকটন। চলতি মৌসুমে ১৩ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৯৯ হাজার মেট্রিকটন সবজি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। এবছর জেলার উৎপাদিত সবজির গড় দাম ৪০ টাকা কেজি ধরা হয়েছে। এতে করে উৎপাদিত সবজির বাজার মূল্য দাঁড়ায় ১১শ’ কোটি ৯৬ লাখ টাকা।

মৌসুমের শুরু ও শেষে সবজির এই দাম আরও বেশি হয় এবং অনুকূল আবহাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে জমির পরিমাণ বাড়লে বগুড়ায় উৎপাদিত সবজির বাজার মূল্য আরও বাড়তে পারে। এবছর প্রতি কেজি সবজির গড় উৎপাদন খরচ ধরা হয়েছে ২০ টাকা।

এদিকে বগুড়ার ফসলের মাঠজুড়ে কৃষকদের শীতকালীন সবজির জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। যদিও মৌসুমের শুরুতে বৃষ্টির প্রভাব থাকায় চাষাবাদ কিছুটা বিঘ্ন ও বিলম্ব হয়। তারপরেও বেশি দাম ও অনুকূল আবহাওয়ায় জেলার চাষিরা প্রতি বছরই বাড়াচ্ছেন সবজি চাষের জমি। সেই ভোর থেকে কৃষকের মাঠে থাকা রবি শস্য মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ছিম, টমাটো, করলা, লাল ও পালংশাক, পেঁয়াজ, কাঁচামরিচসহ অন্যান্য ফসলের জমিতেই কাটছে তাদের সারাদিন।

আরও পড়ুন

জেলার ১২টি উপজেলার মধ্যে শিবগঞ্জ, শাজাহানপুর, সদর, গাবতলী ও শেরপুরে উপজেলায় বেশি জমিতে প্রায় সারা বছরই সবজির চাষ হয়ে থাকে। এরমধ্যে শিবগঞ্জ, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় সবজি চাষের পাশাপাশি বছরজুড়ে নানা জাতের চারা উৎপাদন হয়ে থাকে। সাধারণত মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ (আশ্বিন থেকে ফাল্গুন) পর্যন্ত রবি শস্যের মৌসুম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, সাধারণত মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ (আশ্বিন থেকে ফাল্গুন) পর্যন্ত রবি শস্যের মৌসুম। এ বছর অক্টোবরে বৃষ্টির প্রভাব থাকায় সবজির চাষের জমি প্রস্তুত করতে কিছুটা বিলম্ব হয়। তিনি আরও বলেন, শীতকালীন সবজির দাম মৌসুমে শুরুতে বেশি থাকলেও ভরা মৌসুমে কিছুটা কমে যায়।

তারপরেও বগুড়ায় উৎপাদিত সবজি চাষে কৃষকদের লাভ অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি। প্রতি কেজি সবজির দাম গড়ে ৪০ টাকা ধরলে চলতি রবি মৌসুমে ১১শ’ কোটি ৯৬ লাখ টাকার সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আর দাম বেশি হলে ও লক্ষ্যমাত্রার চেয়ে জমির পরিমাণ বাড়লে বগুড়ায় উৎপাদিত সবজির বাজার মূল্য আরও বেশি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

দিনাজপুরে হাসপাতালের বেডে নবজাতক রেখে মা উধাও রেখে গেছেন চিরকুট