ফিনালিসিমার দিনক্ষণ জানালো ফিফা, অপেক্ষায় মিসি-ইয়ামালের ভক্তরা
স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা জয়ী দলের মধ্যে হয়ে থাকে ফিনালিসিমার লড়াই। সে লড়াইয়ে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার। লড়াইয়ে দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালেরও। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমার তারিখ জানিয়েছে ফিফা।
ফিফা জানিয়েছে, আগামী বছর তথা ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ফিনালিসিমা।ম্যাচটি হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে।
এই লড়াইয়ে মেসি ও ইয়ামালের দ্বৈরথ দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামাল মুখোমুখি হবেন তার শৈশবের আইডল লিওনেল মেসি। ফুটবলবিশ্ব এখনই এই লড়াইকে বলছে ‘মেন্টর বনাম মাস্টারপিস’।
আরও পড়ুনফিফা জানিয়েছে, ফিনালিসিমাকে ঘিরে আয়োজন করা হবে এক জমকালো উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের আগমন, উন্মুক্ত প্রশিক্ষণ সেশন, সাংবাদিক সম্মেলন— সবই থাকবে বিশ্বকাপ ফাইনালের মতো জাঁকজমকপূর্ণভাবে। ম্যাচে স্পেন খেলবে তাদের সাদা অ্যাওয়ে জার্সিতে, আর আর্জেন্টিনা নামবে কালো কিটে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1762516732.jpg)



