বগুড়ার শেরপুরে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর পৌরশহরের টাউনকলোনী এলাকা থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী লিয়াকত আলী অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লিয়াকত আলী তার নিজ নামীয় সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল (রেজি. নং: ঢাকা মেট্রো-ল-৩৩-৮১৩৭) পৌরশহরের টাউনকলোনী এলাকায় তার বাসার সামনে রাস্তার ওপর রাখেন। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনি বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
আরও পড়ুনশেরপুর থানার ইন্সপেক্টর তদন্ত জয়নুল আবেদিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে খুব দ্রুত উদ্ধার ও আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1762502479.jpg)

_medium_1762508102.jpg)
