ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:৪৭ রাত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৪০ টাকা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৪০ টাকা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত তিন থেকে চার দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০ টাকা। এ ছাড়াও আলু, ফুলকপি, মুলা, পটল, ঢ্যাঁড়শের দামে সবজিতে সস্তি ফিরলেও বেগুন, শিম কেজিতে বেড়েছে ৩০ টাকা। হঠাৎ দাম বাড়ায় হতাশ প্রকাশ করেছেন ক্রেতারা।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে বাজার গুলোতে দেখা যায়, তিন-চার দিন আগেও স্থানীয় বাজার গুলোতে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৮০টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এ ছাড়াও শিম ও বেগুন ৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০টাকা কেজি। তবে আলু ১৫ টাকা, ফুলকপি ২০টাকা,  মুলা ১০টাকা, পটল ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, শসা ৪০ টাকা, পেঁপে ৩০টাকা কেজি এবং লাউ প্রতি পিস ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ সকল সবজিতে সস্তি ফিরেছে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা সইদুল নামে একজন বলেন, তিন-চার দিন আগে  বাজারে পেঁয়াজ কেজি ৮০ টাকায় কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ কেজি ১২০ টাকায় দরে কিনলাম। তাহলে যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায় তারা কীভাবে চলবে? বাজারে সবজি কিনতে আসা খালেক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সবজি বাজারে সবজির দাম ও পেঁয়াজের দাম উঠা নামা করছে। এভাবে হঠাৎ করে জিনিসের দাম বেড়ে গেলে আমরা চলবো কি ভাবে।

আরও পড়ুন

খুচরা বিক্রেতা জুয়েল বলেন, গত সপ্তাহ থেকে পেঁয়াজের বাজার উঠা নাম করছে। এখন আমাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি। এতে লাভবান হন বড় ব্যবসায়ীরা আমাদের করার কিছুই নেই। স্থানীয় ভাবে এলাকায় চাষাবাদ হওয়া সবজি বর্তমানে দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে। তাই হাট বাজারে সবজির যোগানের চেয়ে চাহিদা বেশি হওয়ার করণে বাজারে সবজির দাম একটু বেশি বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

দুইদিনের ব্যবধানে দুই যুবক লাশ হয়ে ফিরলো তারাগঞ্জের বাড়িতে

গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী মাজেদুর রহমান

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের ২ নেতা নিহত

সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সাবেক এমপি মোশারফ হোসেন