ভিডিও শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৪:০৭ দুপুর

নো হাংকি পাংকি এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

নো হাংকি পাংকি এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটা ইসলামী দলের নায়েবে আমীর দায়িত্বশীল লোক হিসেবে কীভাবে বলেন, ‘নো হাংকি পাংকি’। এটা কি রাজনৈতিক ভাষা হলো? এটা কি সাধারণ মানুষের গ্রহনযোগ্যতা পায়? একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি এ ধরনের কথা বলে সাধারণ মানুষ উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছুই করবে না।

তিনি বলেন, নো হাংকি পাংকি কোনো রাজনৈতিক দলের আদর্শিক ভাষা হতে পারে না। এই কথা যিনি বলেছেন তিনি একটি দলের দায়িত্বশীল ছাড়াও একজন ডাক্তার। তার কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরস্থ গোডাউন সড়কের বশির ভিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, এবারের নির্বাচনটা ভিন্ন এবং ব্যাতিক্রমধর্মী। যার কারণে আমরা খুব বেশী গুরুত্ব দিয়েই গণসংযোগে নেমেছি। এই গণসংযোগে আমরা এখনই নামি নাই। আমরা বিগত ১৭ বছর থেকে জুলাই আন্দোলন সহ এখন পর্যন্ত মাঠে ময়দানে থেকে জনগনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। এখনো করছি। আমরা লক্ষ্মীপুরসহ সারাদেশে সুদৃঢ় ঐক্যের মধ্যে আছি। এবং এই সুদৃঢ় ঐক্যের মধ্যে থেকেই আমরা কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছাবো।

আরও পড়ুন

তিনি বলেন, আমাদের মধ্যে এখন সুদৃঢ় ঐক্য দরকার, যে ঐক্য বিগত আন্দোলন-সংগ্রামে ছিলো। সর্বশেষ জুলাইয়ে যে ঐক্য ছিলো। যদি এই ঐক্য না থাকে তাহলে ফ্যাসিস্ট হাসিনা সুযোগ নিতে পারবে। কিন্তু পতিত ফ্যাসিস্টকে আর কোন সুযোগ দেওয়া যাবেনা। সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় অ্যাড. সাইফুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাড. মো. হাছিবুর রহমান,বাফুফে সহসভাপতি অ্যাড. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ নেতৃবৃন্দ।

আবুল হোসেন সোহেলের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল হাশেম। সভায় শ্রমিক দলের জেলা কমিটি সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নো হাংকি পাংকি এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রহমান আর নেই

বিসিবির পক্ষপাতের শঙ্কায় স্বাধীন তদন্ত কমিটির দাবি তামিমের

বগুড়ার কাহালুতে পারিবারিক কলহে জামাইয়ের হাতুড়ির আঘাতে আহত শাশুড়ির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিয়ামতপুরে বিএনপির একাংশের  বিপ্লব ও সংহতি দিবস পালিত