অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ভারত। টানা দুই ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে টিম ইন্ডিয়া। হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা জয়ে সিরিজ জয়ের পথ সহজ করল সফরকারীরা।
আজ (বৃহস্পতিবার) সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
কুন্সল্যান্ডের কারারা ওভালে এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে টপ অর্ডাররা ভালো শুরু এনে দেন। যদিও টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার কিছুটা ধীরগতিতে রান তুলেছেন। অভিষেক শর্মা ২১ বলে ২৮ রান দলের ৫৬ রানের মাথায় বিদায় নেন।
এরপর শিবম দুবে এসে ১৮ বলে ২২ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শুবমান গিল ব্যাটে রান পেলেও তার স্ট্রাইকরেট ছিল বেশ কম ৩৯ বলে প্রায় ১১৮ স্ট্রাইকরেটে ৪৬ রান করেন এই তারকা। দলীয় ১২১ রানের মাথায় বিদায় নেন তিনি। সূর্যকুমার যাদব এসে ১০ বলে ২০ রান করে বিদায় নেন তখনই।
মিডল অর্ডারে তিলক ভর্মা ৫ ও জিতেশ শর্মা ৩ রান করেই বিদায় নেন। তাতে ১৩৬ রানেই ৬ উইকেট হারায় ভারত। শেষদিকে অক্ষর প্যাটেলের ১১ বলে ২১ এবং ওয়াসিংটন সুন্দরের ৭ বলে ১২ রানের ক্যামিওতে ১৬৭ রানের পুঁজি গড়ে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। এছাড়া একটি করে উইকেট নেন মার্কাস স্টয়নিস ও হ্যাভিয়ের বার্টলেট।
আরও পড়ুনজবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েও পরবর্তীতে একের পর এক উইকেট হারিয়ে ১১৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনার মিচেল মার্শ ২৪ বলে ৩০ এবং আরেক ওপেনার ম্যাথিউ শর্ট ১৯ বলে ২৫ রান করেন। তিনে নেমে ১২ রান করে বিদায় নেন জশ ইংলিস।
আগের ম্যাচে দলের সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলা টিম ডেভিড আজ ১৪ রান করেই বিদায় নেন। এছাড়া জশ ফিলিপ ১০ এবং মার্কাস স্টয়নিস ১৭ রান করেন।
ভারতের পক্ষে বল হাতে মাত্র ১.২ ওভারে ৩ রান দিয়ে ৩টি উইকেট নেন ওয়াসিংটন সুন্দর। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেজ অক্ষর প্যাটেল। দুবে ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









