ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত

জামাইসহ দুইজন আটক

বগুড়া শহরে একই পরিবারের চার নারী ছুরিকাহত 

বগুড়া শহরে একই পরিবারের চার নারী ছুরিকাহত, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে একই পরিবারের সদস্য চার নারীকে ছুরিকাহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা এ ঘটনায় একটি চাকুসহ রকি ও শাকিল নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহতরা হলেন-নিশিন্দারা উত্তরপাড়ার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা (৫৫), তার মেয়ে কাজলি বেগম (৩৫), লাকি (৩৫) ও মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বিনা (২০)।

বিষয়টি নিশ্চিত করে উপ-শহর পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ফকির বলেন, ওই দিন বিকেল সোয়া ৩টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে নিশিন্দারা উত্তরপাড়ায় ২৯ নম্বর রোডে একটি বাড়িতে  রকি ও শাকিল নামে দুই যুবক তাদেরকে ছুরিকাঘাত করে। জানা যায়, আহত বিনা রকির স্ত্রী। বিনার সাথে তার বনিবনা হচ্ছিল না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের বৃহস্পতিবার ওই সময় জামাই রকি তার স্ত্রী বিনা, শাশুড়ি কাজলি, নানী শাশুড়ি মনোয়ারা ও শালিকা লাকিকে ছুরিকাঘাত করে। এসময় তাকে সহযোগিতা করে শাকিল। পরে আহতদের চিৎকারে লোকজন এগিয়ে এসে রকি ও শাকিলকে আটক করে এবং আহতদের উদ্ধার করে ওই হাসাপাতালে ভর্তি করে দেয়। এসময় একটি চাকু উদ্ধার করা হয়। পরে জনতা আটক রকি ও শাকিলকে পুলিশের কাছে সোপর্দ করেন। আহতদের মধ্যে কাজলি বেগমের অবস্থায় আশঙ্কাজনক।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  রকি ও শাকিলকে গ্রেফতার করা হয়েছে।  রকির বাড়ি গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায়। আর শাকিলের বাড়ি শহরতলির ঝোঁপগাড়ীতে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে দুই কোটি টাকার নবনির্মিত ভবনের সিঁড়িতে ফাটল

বগুড়া শহরে একই পরিবারের চার নারী ছুরিকাহত 

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জার্সির দাম কত, কোথায় পাওয়া যাবে?

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, শিশুকন্যার ঝুলন্ত  লাশ উদ্ধার

ময়মনসিংহে সংগ্রামী ও মানবিক কাজের সম্মাননা পেলেন ১২ নারী

সোনাতলায় দাদন ব্যবসা আর মাদকের জমজমাট কারবার