ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল

বনের হনুমান বাড়ির চালে ছোটাছুটি করে পড়েছে  বিপাকে  

বনের হনুমান বাড়ির চালে ছোটাছুটি করে পড়েছে  বিপাকে  

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামে এক সপ্তাহ ধরে ছুটে বেড়াচ্ছে বনে থাকা একটি দলছুট হনুমান। কখনও চিকন গাছের মগডালে আবার মাটির বাড়ির টিনের উপরে, অনেক সময় এ বাড়ি থেকে অন্য বাড়িতে ছোটাছুটি করে বেড়াচ্ছে দলছুট হনুমানটি। তাকে দেখতে ভিড় জমাচ্ছে আশপাশের বিভিন্ন গ্রামের উৎসুক মানুষ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত এক সপ্তাহ ধরে হনুমানটি আশপাশের কয়েকটি গ্রামে ছোটাছুটি করে বেড়াচ্ছে। গত মঙ্গলবার পৌরসভার সড়াইল মহল্লায় এই হনুমানকে ছোটাছুটি করতে দেখা যায়। আবার চলে এসেছে এই গ্রামে। এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে বেড়াচ্ছে। খুদার জ¦ালায় হনুমানটি এভাবে বেড়াচ্ছে। মানুষ খাবার ছুড়ে দিচ্ছে। কিন্তু প্রাণিটি ভয়ে খাচ্ছে না, খাবার পছন্দসই হচ্ছে না। অনাহারে দুর্বল হয়ে গেছে প্রাণিটি। তবে উদ্ধার কোনো সমাধান নয় বলে জানিয়েছে বন বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে হনুমানটিকে দেখা যায় উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের পশ্চিমপাড়া আমজাদ হোসেনের মাটির বাড়ির টিনের উপরে বসে থাকতে। প্রথমে বাড়ির সবাই দৌড়ে পালিয়ে গেলেও পরে গ্রামের সবাই মিলে সেখানে আসেন। তখন এলাকার অনেক লোকজন সেখানে এসে হনুমানটিকে খাবার দেন। কিন্তু হনুমানটি খায়নি। অনেক শিশু-কিশোর ঢিল ছুড়ে মারছে, তবুও হনুমান সেখান থেকে সরে যাচ্ছে না। 

বাড়ির মালিক আমজাদ হোসেন বলেন, ‘হনুমানটি দলছুট হয়ে নিকটবর্তী ইন্ডিয়া থেকে পণ্যবাহি ট্রাকে আসতে পারে। হনুমানটিকে দ্রুত উদ্ধার করে নিয়ে না গেলে, মানুষের অত্যাচার ও অনাহারে এটি মারা যাবে নিশ্চিত।’

আরও পড়ুন

বগুড়া অঞ্চলের সামাজিক বন কমকর্তা হারুনুর রশিদ বলেন, ‘এটা উদ্ধারে কোনো সমাধান নয়। আমি কয়েক দিন ধরে শুনে আসছি। তাদের বলেছি, কেউ যেন হনুমানটিকে খাবার না দেয়। খাবার দিলে আর যেতে চাইবে না। প্রাকৃতিকভাবেই তারা এমনিতে আগের স্থানে চলে যাবে। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনের হনুমান বাড়ির চালে ছোটাছুটি করে পড়েছে  বিপাকে  

পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক : মাহবুবুর রহমান

পাকিস্তান থেকে পাখির খাদ্যের নামে এলো ২৫ টন নিষিদ্ধ পপি সিড

সারিয়াকান্দিতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি