চট্টগ্রামে আবারও গুলি, অটোরিকশা চালক আহত
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুয়াইশ চালিতাতলী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইদ্রিস চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইদ্রিস পরিবার নিয়ে বহদ্দারহাট এলাকায় থাকেন। তিনি পেশায় অটোরিকশা চালক। চট্টগ্রাম মেডিকেলে যাওয়া ইদ্রিসের পরিবারের সদস্যদের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ায় ইদ্রিসকে গুলি করা হয়েছে। এসময় তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুনচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত অবস্থায় একজনকে মেডিকেলে আনা হয়েছে। তিনি ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762433598.jpg)

_medium_1762432130.jpg)


_medium_1762429697.jpg)
_medium_1762434947.jpg)


