ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল

ভোটের আগে-পরে ২০ দিন সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব দাবি জানায় তারা।

এসময় জোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সাতটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সবাই নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে- সিইসি নিশ্চিত করেছেন। পূজা ও নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে। এটা যেন না হয় তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে সংখ্যালঘুদের পক্ষ থেকে।

তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক বলির পাঠা বানানো হয় সংখ্যালঘুদের। ভোট দিতে গিয়ে যেন কোনো সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা না হয়, গরু-ছাগল না নিয়ে যায়- সেই নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এখনো সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্তভাবে হামলা হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে- তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ অঞ্চলে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

হিন্দু মহাজোটের সাতদফা দাবিগুলো হল:

১) নির্বাচনের ১০ দিন আগে থেকে ১০ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি, মঠ-মন্দিরের নিরাপত্তা জোরদার করা।

২) নির্বাচনে সেনা মোতায়েন করা।

৩) নির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার বা সভা-সমাবেশ না করা।

আরও পড়ুন

৪) নির্বাচনে ধর্মের ব্যবহার না করা।

৫) যে সব আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হবে, সেই আসনে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া।

৬) নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশন অফিসে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি মনিটরিং সেল গঠন করা। প্রয়োজনে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে দু’জন রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রতিনিধি রাখা যেতে পারে। প্রতিটি জেলায় অনুরূপ মনিটরিং সেল গঠন করা।

৭) সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারেন, তার ব্যবস্থা করা।

এ সময় সংগঠনটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে-পরে ২০ দিন সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি

উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে: মির্জা ফখরুল

আ. লীগ আমলে সাংবাদিকতার অবস্থা তলানিতে ছিল : প্রেসসচিব

অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ

বগুড়ার বাজারেও সেঞ্চুরি পার পেঁয়াজের   

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুনঃ মির্জা ফখরুল