ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল

‘বাংলাদেশ বেতার’-এর ‘ইউফনি’র উপস্থাপনায় ইয়াসমিন লাবণ্য

ইয়াসমিন লাবণ্য।

অভি মঈনুদ্দীন ঃ ইয়াসমিন লাবণ্য, বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি গানে, নাচে এবং উপস্থাপনায় অনবদ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে একজন সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন যাবত কর্মরত। ছোটবেলা থেকেই তিনি নাচে ও গানে পারদর্শী।

জীবন চলার পথে একটা সময়ে এসে নিজেকে সম্পৃক্ত করেন উপস্থাপনাতেও। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে এতোদিনর শুধুই মাছরাঙ্গা টিভি’তে উপস্থাপনা করতেন, চ্যানেলের নিয়মানুসারে। কিন্তু এখন বিটিভি’র ‘সঙ্গীতা’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন তিনি।

এরইমধ্যে ‘বাংলাদেশ বেতার’এর সঙ্গীত বিষয়ক সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফনি’র উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। কিছুদিন আগে থেকেই বাংলাদেশ বেতারের এই গানের অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। সপ্তাহের প্রতি বুধবার ‘ইউফনি’ বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ‘বাংলাদেশ বেতার’-এ ‘ইউফনি’ প্রচার হয়ে থাকে। গত বুধবারও অসুস্থতা নিয়েই ইয়াসমিন লাবণ্য’কে ‘ইউফনি’ উপস্থাপনা করতে হয়। এবারের আয়োজনে সঙ্গীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন দেশের গুনী সঙ্গীতশিল্পী দিলরুবা খান। কিছুটা কষ্ট হলেও দিলরুবা খানের জন্য এবং সরাসরি গানের অনুষ্ঠান বিধায় লাবণ্য এই আয়োজন থেকে নিজেকে সরিয়ে রাখেননি।

ইয়াসমিন লাবণ্য বলেন,‘ টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে আমার। পাশাপাশি স্টেজ শো’তেও উপস্থাপনা করার অভিজ্ঞতা আছে। কিন্তু বাংলাদেশ বেতারের কোনো অনুষ্ঠানের উপস্থাপনার সাথে নিজেকে সম্পৃক্ত করা এবারই প্রথম। যদিও আমি সবসময়ই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। গান গাইতেই আমার সবচেয়ে বেশি ভালোলাগে। উপস্থাপনাও ভীষণ উপভোগ করি। যে কারণে এখন মাছরাঙ্গা টিভির পাশাপাশি বিটিভি ও বাংলাদেশ বেতারেও উপস্থাপনা করছি। বাংলাদেশ বেতারের ইউফনি উপস্থাপনার জন্য শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি।’

আরও পড়ুন

এদিকে এরইমধ্যে মনিরুজ্জামান মনিরের লেখা ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে নতুন একটি আধুনিক গানে কন্ঠ দিয়েছেন ইয়াসমিন লাবণ্য। একুশে টিভি’র নিয়মিত গানের অনুষ্ঠানে ‘গানের ওপারে’তেও গান গেয়েছেন তিনি। উপস্থাপনায় ছিলেন অনুপমা মুক্তি। সম্প্রতি লাবণ্য ‘এশিয়ান মিউজিক ’ সরাসরি গানের অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন। লাবণ্য বেশকিছু সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন। যারমধ্যে সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে শামীমুল ইসলাম শামীম পরিচালিত পরীমণি ও কায়েস আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার ‘জোছনা পড়ে গলে গলে ঘুমায় বালুচর’ গানটি।

এছাড়াও তার কন্ঠে সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় আধুনিক গান হচ্ছে ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি। এটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ বেতার’-এর ‘ইউফনি’র উপস্থাপনায় ইয়াসমিন লাবণ্য

বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় বিএডিসির ২৫শ’ মে.টন বীজ আলু বরাদ্দ

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

বনের হনুমান বাড়ির চালে ছোটাছুটি করে পড়েছে  বিপাকে  

পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক : মাহবুবুর রহমান