বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছুরিকাতে যুবক আহত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীতে সানজিদুর শাকিল (২১) নামে এক যুবককে পূর্বশত্রুতার জের ধরে গতকাল শুক্রবার বিকেলে দুর্গাহাটা পাবলিক মাঠে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা শাকিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে দেন।
জানা যায়, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজ দুর্গাহাটা গ্রামের রবিউলের ছেলে সানজিদুর শাকিল দুর্গাহাটা পাবলিক মাঠে ফুটবল খেলা দেখছিল। খেলা শেষে বিকেলে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনগাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন










