ঢাবি শিক্ষককে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল
ঢাবি প্রতিনিধি : এনটিভির সাংবাদিক ও বিএনপিপন্থী পরিচিত অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সেহরিন আমিন ভূইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তাঁর সঙ্গে ছিলেন সূর্যসেন হলের ভিপি আজিজুল হকসহ অন্য হল সংসদের নেতৃবৃন্দ।
আরও পড়ুনসমাবেশে বক্তারা বলেন, “যে শিক্ষক জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামনে থেকে ভূমিকা রেখেছেন—তাঁকে উদ্দেশ্য করে অনলাইন প্ল্যাটফর্মে কুরুচিপূর্ণ, ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামার বাধ্য হয়েছেন।” তারা দ্রুত এই মন্তব্যের দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মন্তব্য করুন

_medium_1762012640.jpg)




_medium_1762007700.jpg)



