বগুড়ার শিবগঞ্জে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার ১২দিনেও অপহৃত ছাত্রীকে উদ্ধার ও আসামি গ্রেফতার করতে পারেনি। মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী স্কুলে যাতয়াতের পথে একই গ্রামের মৃত সামাদের ছেলে আবু তাহের (২৫) তাকে প্রায় প্রেম ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এক পর্যায়ে গত ১৮ অক্টোবর ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়। সকাল সোয়া ৯টার দিকে স্থানীয় কাঁচারাস্তা মোড় নামক স্থানে পৌঁছিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আবু তাহের ও তার সহযোগীরা ওই কিশোরীকে জোর করে একটি ইজিবাইকে তুলে নিয়ে যায়। স্কুলছাত্রীটির মা বাদি হয়ে থানায় মামলা করেন। আসামি করা হয় আবু তাহেরসহ ৯ জনকে। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, ভিকটিমকে উদ্ধারসহ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুনমন্তব্য করুন










