রংপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় খালেকুজ্জামান (৪২) নামের এক ব্যক্তি কবরের মাটি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে মারধরের শিকার হওয়ার পর গতকাল শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খালেকুজ্জামান উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় নিহতের ভাই ৯ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে ধরতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর জখম হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার ফজরের নামাজ শেষে নিহতের ভাই আবদুল ছালেক তাদের দাদির কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান কবরের মাটি কেউ তুলে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে ছালেকের সাথে স্থানীয় আবদুল জব্বারের ছেলে বাবু মিয়ার কথা কাটাকাটি হয়।
আরও পড়ুনএক পর্যায়ে বাবু মিয়া, তার ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মিলে আবদুল ছালেকের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন। খবর পেয়ে ছুটে যান তার ভাই খালেকুজ্জামান ও মাহবুবুর রহমান। এসময় হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বলেন, এ ঘটনায় নিহতের ভাই মাহবুবুর রহমান বাদি হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন










