সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ জন গ্রেফতার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে র্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমানের একটি ঘর থেকে মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেন। এসময় ৩ পাচারকারীকে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৫২) এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে কফিল উদ্দিন (৪৮)।
আরও পড়ুনপ্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজদের হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন










