সৃষ্টি করা হয়েছে নতুন আরও ২৫টি আদালত
বগুড়ার আদালতগুলোতে ৭৭ সহস্রাধিক মামলা বিচারাধীন
বিনয় কুমার দাষ বিশু : বগুড়ার আদালতসমূহে দেওয়ানি ও ফৌজদারি, নারী ও শিশু নির্যতন, পারিবারিক বিরোধ, বিশেষ ক্ষমতা আইনের ৭৭ হাজার ৭৭টি মমলা বিচারাধীন রয়েছে। বিচারাধীন মামলাসমূহ বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ২৫টি আদালত নতুন করে সৃষ্টি করা হয়েছে।
বগুড়ার বিচার বিভাগ সূত্রে জানা গেছে, বিগত ৯ মাসে বগুড়ার বিচারিক আদালতসমূহ ২৭ হাজার ৭৯২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। গত সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বগুড়ার বিচারিক আদালতসমূহে ২৬ হাজার ৪৬৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
নতুন আদালতসমূহের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ তিনটি আদালতর স্থলে ১১টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত ৭টির স্থলে ৯টি আদালত, পারিবারিক মামলাসমূহ দ্রুত নিস্পত্তির জন্য ৪টি পারিবারিক আদালত, পারিবারিক আপিল আদালত, শিশু ধর্ষণ সক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনাল নতুন করে সারা দেশের মতো বগুড়ায় সৃজন করা হয়েছে।
এদিকে নবসৃষ্ট আদালতসমূহের স্থাপনের ক্ষেত্রে বগুড়ায় আদলতের এজলাস কক্ষ সংকট দেখা দিয়েছে। বগুড়ায় পুরাতন চার তলাবিশিষ্ট জেলা জজ ভবনের স্থলে নতুন করে ১৫ তলাবিশিষ্ঠ নতুন ভবন, জরুরি ভবন নির্মাণ করা হলে আদালতের এজলাস ভবনের সংকট নিরসনসহ বিভিন্ন মামলার আলামত রাখার জন্য মালখানায় আলামত রাখার সমস্যা সমাধান হবে।
সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে, গত ১ জানুযারি থেকে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত বগুড়ায় দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহের বিচারকগণ ২৭ হাজার ৭৯২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাসহ গত ৯ মাসে ২৬ হাজার ৪৬৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে ৫৪টি আদালতে ৭৭ হাজার ৭৭টি মামলা বিচারাধীন রয়েছে।
ইতিমধ্যে মামলার সংখ্যা বিবেচনা করে বিচরাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আপিলসমূহ নিষ্পত্তি করার জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ ৩টি আদালতের স্থলে ১১টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, ফৌজদারি আইনের দায়রা, বিশেষ ক্ষমতা আইনের, সন্ত্রাস দমন আইনের মামলাসহ বিভিন্ন সিভিল আপিল, সিভিল ও ফৌজদারি রিভিশন মামলাসমূহ, নিষ্পত্তির জন্য বগুড়ায় সাতজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের স্থলে ৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সৃষ্টি করা হয়েছে।
আরও পড়ুনএছাড়াও পারিবারিক আপিল আদারত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল আদালত সৃষ্টি করা হয়েছে এই আপিল আদালতের বিচারক নিয়োগ না দেওয়া পর্যন্ত বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে নবসৃষ্ট শিশু ধর্ষণ সংক্রান্ত মামলা বিচারের জন্য শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক।
গত ৯ মাসে বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তার অধীনে ম্যাজিস্ট্রেট আদালতসমূহ গত ৯ মাসে ৭ হাজার ৬৬৮ জনের সাক্ষি গ্রহণ করে ৫ হাজার ৬৯৪টি মামলা নিষ্পত্তি করেছেন এবং বর্তমানে ১৭ হাজার ৯৫১টি মামলা বিচারাধীন রয়েছে। জেলা জজশিপের আদালতের অধীনে দেওয়ানি আদালতসমূহ ওই সময়ে ১০ হাজার ৭৭৩ জনের সাক্ষি গ্রহণ করে ৫ হাজার ৮৯৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং বর্তমানে ২৯ হাজার ৮৩৭টি মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়াও দায়রা, স্পেশাল ট্রাইব্যুনাল মামলায় ৭ হাজার ৭৯০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ৭ হাজার ৬২৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং বর্তমানে ১৬ হাজার ৯৪৩টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও ল্যান্ড সার্ভে টাইবুনালে ৬২৬ জনের সাক্ষ্য গ্রহণ করে ৫৯৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং বর্তমানে ৭ হাজার ৯৭৩টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা বিচারাধীন রয়েছে। অপরদিকে দু’টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, শিশু আদালত, মানবপাচার দমন ট্রাইব্যুনাল, শিশু ধর্ষণ আপরাধ দমন ট্রাইবুনালে ৪ হাজার ২২৭ মামলা বিচারাধীন রয়েছে।
স্পেশাল জজ আদলতে ৭৮টি স্পেশাল মামলাসহ ২৩৮টি মামলা স্পেশাল জজ আদালতে বিচরাধীন রয়েছে। নবসৃষ্ট পারিবারিক এখতিয়ার নির্ধারণ করা হয়েছে। বগুড়া ও শিবগঞ্জ উপলেজা নিয়ে পারিবারিক আদালত নং-১, গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি নিয়ে পারিবারিক আদালত নং-২, শেরপুর, শাহজাহানপুর ও ধুনট নিয়ে পারিবারিক আদালত নং-৩ এবং নন্দীগ্রাম, আদমদীঘি, দুপচাঁচিয়া ও কাহালু নিয়ে পারিবারিক আদালত নং-৪ করা হয়েছে।
বর্তমানে ১ হাজার ৭২৭টি পারিবারিক মামলা বিচারাধীন রয়েছে। এদিকে বগুড়ায় আদালতের এজলাস সংকট থাকায় জরুরিভাবে জেলা জজ আদালতের পুরাতন চারতলা ভবনের স্থলে ১৫ তলাবিশিষ্ট ভবন জরুরিভাবে নির্মাণ করা হয়ে সেখানে কমপক্ষে ৩০টি এজলাস এবং আলামত সরাখার জন্য মালখানা স্থাপন করা সম্ভব হবে বলে অভিজ্ঞমহল মনে করেন।
মন্তব্য করুন










