ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বাংলাদেশ অধ্যায় শেষ হলো গামিনির

বাংলাদেশ অধ্যায় শেষ হলো গামিনির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এক যুগ ধরে বাংলাদেশে কাজ করছেন পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটরের ভূমিকায় সাবেক এই লঙ্কান ক্রিকেটার কম আলোচিত-সমালোচিত হননি। কিউরেটর হিসেবে তিনি নিজে তো প্রশ্নবিদ্ধ হয়েছেনই, সমালোচিত হয়েছে বিসিবিও। মিরপুর থেকে তাকে পাঠানো হয়েছিল রাজশাহীতে, সেখান থেকেও সরিয়ে দেওয়া হলো গামিনিকে। 

এর মধ্য দিয়ে এই পিচ কিউরেটরের বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেল। রাজশাহীতে বদলি করা হলেও সেখানে বেশিদিন টিকতে পারলেন না। গামিনি ডি সিলভারর সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে বিসিবি। আগামীকাল (২ নভেম্বর) তিনি চুক্তির কাগজপত্র হাতে পাবেন। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, গামিনিকে এখনই সরিয়ে দেওয়া হলেও, দুই মাসের বেতন দিতে হচ্ছে বিসিবিকে। কেননা তার চুক্তির মেয়াদ এখনও ছয় মাস বাকি। দুই মাসের নোটিশ পিরিয়ডে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মিরপুরের স্লো উইকেটের কারণে দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল। যদিও তাতে বিসিবি নিজে কতটা দায় এড়াতে পারবেন, সেই প্রশ্ন থেকে যায়। গামিনির পর দায়িত্ব নেওয়া পিচ বিশেষজ্ঞ টমি হেমিংয়ের অধীনেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ স্লো এবং স্পিননির্ভর উইকেটে ওয়ানডে সিরিজ খেলেছে। 

এর আগে ২০১০ সাল থেকে বিসিবির পিচ কিউরেটর হিসেবে কাজ শুরু করেন গামিনি ডি সিলভা। কয়েক মাস আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট বানিয়ে সমালোচনার তিরে বিদ্ধ হন এই লঙ্কান। পাকিস্তানের কোচ-অধিনায়করা সংবাদ সম্মেলনে সরাসরি উইকেট নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কিছুটা নড়েচড়ে বসে বিসিবি। দীর্ঘ ১৫ বছর পর গামিনিকে মিরপুরের দায়িত্ব থেকে সরিয়ে রাজশাহীতে পাঠায়।

আরও পড়ুন

এদিকে, গত আগস্টে বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয়েছে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে। যিনি আগে সিলেটে কিউরেটর হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছিলেন। নতুন করে নিয়োগ পেয়েই মিরপুরে কাজ করছেন হেমিং। হোম অব ক্রিকেটের উইকেট পূর্ণ দেখভাল করা ও সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এই অজি পিচ বিশেষজ্ঞকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ অধ্যায় শেষ হলো গামিনির

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে দু’জনকে কুপিয়ে হত্যা

কৃত্রিম বুদ্ধিমত্তা সাংবাদিকতার জন্য আশীর্বাদ নাকি হুমকি

মুগদায় গলায় ফাঁস দেওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভোলায় বিএন‌পি-বিজে‌পির সংঘর্ষ, আহত ৫০

রাশিয়ার বার্তা পেয়েই পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেন ট্রাম্প