বার্সা ম্যাচে ভিনির আচরণ নিয়ে যা বললেন রিয়াল কোচ
স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় কোচ জাবি আলোনসোকে উদ্দেশ করে তীর্যক মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
এই ঘটনার জেরে বিতর্ক উঠলেও, ব্রাজিলিয়ান তারকা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ভিনিসিয়ুসের এই ক্ষমা প্রার্থনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রিয়াল কোচ আলোনসো এবং তিনি বিতর্কটির সমাপ্তি ঘোষণা করেছেন। বার্সা’র বিপক্ষে ম্যাচ শেষে নিজের আচরণের জন্য সমর্থক, সতীর্থ ও ক্লাব মালিকের কাছে অনুতাপ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি জানান, রিয়ালের প্রতি ভালোবাসার কারণেই মাঝেমধ্যে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত লস ব্লাঙ্কোসের হয়েই খেলতে চান।
ভিনি কোচের নাম উল্লেখ না করলেও, শুক্রবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে আলোনসো এই বিষয়ে কথা বলেন। তিনি জানান, দুই দিনের বিরতির পর বুধবার তারা একসঙ্গে বসেছিলেন এবং ভিনির আচরণ ছিল ‘একদম নির্ভুল’। আলোনসো বলেন, ‘ভিনি দুর্দান্ত ছিল, একদম নির্ভুল। যা অনুভব করেছে, সে সত্যই বলেছে। আমি খুব সন্তুষ্ট। আমার কাছে ওই মুহূর্ত থেকেই বিষয়টি সমাপ্ত।’
আরও পড়ুনভিনিসিয়ুসের ক্ষমা প্রার্থনায় নিজের নাম বাদ যাওয়া নিয়েও আলোনসো মোটেও বিস্মিত বা হতাশ নন। তিনি এটিকে ‘ইতিবাচক বিবৃতি’ হিসেবে দেখেন এবং বলেন যে ভিনি তার সততা দেখিয়েছেন। রিয়াল কোচ আরও নিশ্চিত করেন যে ভিনিসিয়ুসের জন্য কোনো শাস্তি থাকছে না। রিয়াল কোচ বলেন, ‘বুধবার থেকেই সব শেষ। আমরা ভালো অনুশীলন করেছি। ভিনি ভালো আছে। কোনো শাস্তি নয়।’
মন্তব্য করুন









