ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিমতীরে ১
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। উপত্যকাটিতে দখলদার বাহিনীর সবশেষ হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ফিলিস্তিনি সেনারা।
শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। মাহমুদ সুলেমান আল-ওয়াদিয়া নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ইসরাইলি স্নাইপারদের গুলিতে প্রাণ হারান। এ হামলায় তার ভাইও আহত হন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় শহরেও ইসরাইলের গোলাগুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া একইদিনে দক্ষিণ গাজার খান ইউনিসে সাম্প্রতিক ইসরাইলি হামলায় আহত হামদি আল-বারিম ও মোহাম্মদ সালেম কাদিহ মারা যান।
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলে ভবনগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল কমপক্ষে ২১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর এ সময়ে আহত হয়েছেন ৫৯৮ জন।
আরও পড়ুনএদিকে অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহর পূর্বে সিলওয়াদ শহরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ইসরাইলি সেনারা। এসময় ইসরাইলি বাহিনী ১৫ বছর বয়সি ইয়ামেন সামেদ ইউসুফ হামেদের ওপর গুলি চালায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্র জানায়, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়। যার ফলে ছেলেটি সময়মতো চিকিৎসা পায়নি । খবর : প্রেস টিভি।
মন্তব্য করুন









