লালমনিরহাটে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মাদকদ্রব্যসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এরমধ্যে ১ জন নারী মাদক ব্যবসায়ীও রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ী ইউনিয়নের থেকে আসামি মো. শামীম রহমানের বসতবাড়ির রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ৩৫৫ বোতল ফেনসিডিলসহ শামীমকে গ্রেফতার করে।
আরও পড়ুনপরে শামীমের স্বীকারোক্তি মতে হাতীবান্ধা থানার ৬নং ওয়ার্ডের বনচকি এলাকার মৃত আবু সাঈদের ছেলে মাদক ব্যবসায়ী মো. রাজিব এবং মো. শামীম রহমানের স্ত্রী মোছা. বিলকিস বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের জব্দকৃত আলামতসহ লালমনিরহাটের হাতীবান্ধা থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন










