বিএফএ ফুটবল টুর্ণামেন্টে বিদ্যুৎ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন
 
			
				
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া ফুটবল একাডেমী আয়োজিত বিএফএ ফুটবল টুর্ণামেন্টে বিদ্যুৎ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করেছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমীর আয়োজনে বিএফএ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে তারা তরুন যুব সংঘকে একমাত্র গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে।
এর আগে বেলুন ও ফেন্টুন উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া ফুটবল একাডেমীর প্রধান পৃষ্ঠপোষক ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খাঁন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু।
জাতীয় সংগীত ও ফিফা থিম সং বাজিয়ে মাঠে নামে খেলোয়াররা। খেলা শুরুর পূর্বে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় মাঠ। খেলা শুরুর প্রথমআর্ধে ১-০ গোলে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলার পুরোটা সময় আর কোন গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলেদেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খাঁন।
আরও পড়ুনএতে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। প্রধান অতিথি তামিম ইকবাল খান বলেন, বগুড়ায় ক্রিকেট একাডেমী হলে মুশফিক রহিম, তৌহিদ হৃদয়ের মত প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতে পারে।
আমি বগুড়ায় অনেক বার এসেছি। আমার খুবি প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি। বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট বগুড়া। আশা করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মত আবার ফিরবে। ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বগুড়া ফুটবল একাডেমীর সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ।
মন্তব্য করুন










 
    