জুলাই সনদ’ অনুষ্ঠানে ফ্যাসিবাদপন্থী শিক্ষক উপস্থিতির অভিযোগে অনুষ্ঠান বর্জন ছাত্র প্রতিনিধিদের
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ বিষয়ক এক যুব নীতিনির্ধারণী অনুষ্ঠান বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর কয়েকজন ছাত্র প্রতিনিধি।
বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব আয়োজিত ওই অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে বর্জনের ঘোষণা দেন তারা।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, “আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, তারা সবাই ‘জুলাই সনদ’-এর অংশ। কিন্তু কেউ যদি জুলাইবিরোধী অবস্থানে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদপন্থী ও জুলাইবিরোধী অবস্থানের জন্য পরিচিত। তার উপস্থিতি আমাদের জন্য লজ্জাজনক ও আপত্তিকর।”
আরও পড়ুনতিনি আরও বলেন, “যে অনুষ্ঠানের মূল বিষয় ‘জুলাই সনদ’, সেখানে জুলাইবিরোধী একজন শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে—এটি আয়োজকদের গুরুতর অসচেতনতা। এ কারণেই আমরা অনুষ্ঠানটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
অনুষ্ঠান বর্জনকারীদের মধ্যে ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাউদ্দীন আম্মার।
মন্তব্য করুন










