পটুয়াখালীতে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোচালককে হত্যা
পটুয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। মঙ্গলবার জৈনকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সেহাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অটোচালকের নাম মোশারফ খান (৪২)। তিনি সেহাকাঠী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে তিন জোড়া সেন্ডেল ও রক্তমাখা জামা জব্দ করেছে। এরপর ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
নিহতের বাবা হানিফ খান জানান, দেড় বছর আগে তার ছেলে মোশারফ গ্রামের জমির মধ্যে নির্জন এলাকায় নতুন বাড়ি করে স্ত্রী শাহানাজ বেগম ও নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মালা আক্তার কলিকে নিয়ে পৃথক বসবাস করে আসছে। মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁধ কেটে দুর্বৃত্তরা মোশারফের ঘরে প্রবেশ করে। ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল মোশারফ এবং ঘরের ভেতরে তার স্ত্রী ও মেয়ে ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরে মানুষের উপস্থিতি টের পেয়ে স্ত্রী শাহানাজ ও মেয়ে কলি চিৎকার শুরু করে। বিষয়টি দুর্বৃত্তরা টের পেয়ে সামনের দরজা দিয়ে পালাতে চেষ্টা করলে মোশারফ দুর্বৃত্তদের একজনকে ঝাপটে ধরে।
আরও পড়ুনএ সময় দুর্বৃত্তরা মোশারফকে এলাপাথাড়ি ছুড়িকাঘাত করলে মোশারফ ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকারের শব্দ পেয়ে এলাকার লোকজন মোশারফের বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। এ সুযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন এসে মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম বলেন, ‘আমার স্বামী পরিবারের প্রধান সহায় ছিলেন। তার মৃত্যু আমাদের ভেঙে দিয়েছে। যারা এটি করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মামলা দায়ের ও তদন্তে মাঠে রয়েছে।
মন্তব্য করুন

_medium_1761734653.jpg)





_medium_1761735239.jpg)
