ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ইতালি প্রবাসী স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ইতালি প্রবাসী স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস লাগিয়ে শামীম হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শামীম হোসেন একই এলাকার মরহুম শেখ পজির উদ্দিন মেম্বারের ছেলে।
এলাকাবাসী জানান, ইতালি প্রবাসী স্ত্রী মুক্তা আক্তার মিমির সাথে শামীম হোসেনের ভিডিও ফোনে ঝগড়া হয়। এর জের ধরে পরিবারের সদস্যদের অজান্তে শয়ন ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্ত্রী শামীম হোসেনের বড় বোন কহিনুর বেগমকে মুঠোফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে শয়ন ঘরের দরজার ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
আরও পড়ুনপুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই আবু বক্কর সিদ্দীক বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে এবং লাশের ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন










