বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় রাকিবুলের জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : সোনাতলার পাকুল্লায় রাশেদ মিয়া (২৭) হত্যা মামলায় হাজতি আসামি রাকিবুল হাসানের (৩৯) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির হাজতি ওই আসামি জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, সোনাতলা উপজেলার মিলনের পাড়ার মৃত খাজা আবু বাছেরের ছেলে হাজতি আসামি রাকিবুল হাসান ও পাকুল্লার মৃত সেকেন্দার আলীল ছেলে পাকুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির, একই গ্রামের আফাজ উদ্দিন সরকারের ছেলে জাকিউল আলম জেলিস এবং চাড়ালকান্দির মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে হরিখালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মাসুদুর রহমান মিলনসহ অন্যান্য আসামিরা গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোনাতলার পাকুল্লার ছাইফুল ইসলাম ও ওজেলা বেগমের ছেলে রাশেদ মিয়াকে একই গ্রামের হামিদ মাস্টারে বাড়ির ভিতর মারপিট ও নির্যাতন করে গুরুতর আহত করেন।
আরও পড়ুনআহত রাশেদ মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ব্যাপারে নিহত রশেদ মিয়ার মা ওজেলা বেগম বাদি হয়ে সোনাতলা থানায় ওই আসামিসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. রফিকুল ইসলাম।
মন্তব্য করুন








_medium_1761574574.jpg)
