বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। শেষ দুই ওভারে ৩৬ রান নিয়ে উইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে করে ৩ উইকেটে ১৬৫ রান। হোপ ২৮ বলে ৪৬ ও পাওয়েল ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।শেষ দিকে অধিনায়ক শাই হোপ ও রোভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ক্যারিবিয়ানরা।
সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেছেন হোপ। এছাড়া ৪৪ রান এসেছে পাওয়েলের ব্যাট থেকে।
এদিন ব্যাটিংয়ের শুরু থেকে দেখেশুনে এগিয়েছেন দুই ক্যারিবিয়ান ওপেনার আলিক আথানাজে এবং ব্রেন্ডন কিং। তাতে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে কিং এবং আলিক মিলে তুলেছেন ৫৯ রান।
২৭ বলে ৩৪ রান করা আলিককে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। এরপর ব্রেন্ডন কিংয়ের সাথে যোগ দেন অধিনায়ক শাই হোপ। শুরুতে দেখেশুনে এগিয়েছেন হোপ। কিং থামেন দলের ৮২ রানের মাথাতে। ৩৬ বলে ৩৩ রান করা কিংকে ফেরান তাসকিন আহমেদ। পরের বলেই শেরফান রাদারফোর্ডকে ফিরিয়েছেন তাসকিন। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান রাদারফোর্ড।
আরও পড়ুনএরপর ক্রিজে আসেন রভম্যান পাওয়েল। হ্যাটট্রিক বলটা ঠেকিয়ে দেন তিনি। ক্রিজে জুটি বাঁধেন হোপ এবং পাওয়েল। এক প্রান্ত ধরে রেখে ধুমধাড়াক্কা ব্যাটিং চালাচ্ছিলেন হোপ। আরেক প্রান্তে ধুঁকছিলেন পাওয়েল। হোপের একের পর এক বাউন্ডারির সুবাদে রান বাড়াতে থাকে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ দিকে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন পাওয়েলও। হোপের সাথে পাল্লা দিয়ে হাঁকিয়েছেন বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজও চলে যায় লড়াকু পুঁজি তোলার কাছাকাছি। শেষ ওভারে ৩ ছক্কা হাঁকিয়েছেন পাওয়েল। দলের রানও পেরিয়েছে ১৬০। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ২৮ বলে ৪৪ রান করে টিকে ছিলেন পাওয়েল। হোপ অপরাজিত ছিলেন ২৮ বলে ৪৬ রান করে।
বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। ১ উইকেট নেন রিশাদ হোসেন।
মন্তব্য করুন








_medium_1761574574.jpg)

