ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

শাকসু নির্বাচনের কমিশন ঘোষণা

শাকসু নির্বাচনের কমিশন ঘোষণা

শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১ এর সামনে নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।
 
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
 
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন- অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, ড. মো. রিজাউল ইসলাম, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, অধ্যাপক মো. আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, স্থপতি ইফতেখার রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।
 
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ প্রমুখ।
 
এ সময় উপাচার্য বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে এই নির্বাচন কমিশন ঘোষণা করেছি। আশা করি খুব শীঘ্রই এ কমিশন আমাদের শাকসু নির্বাচনের রোডম্যাপ জানাবে। বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতায় আমরা চাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচনের কমিশন ঘোষণা

বগুড়া শহরে দোকানে ঢুকে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে কোপাল দুর্বৃত্তরা

বিএনপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক

শাহরুখকে 'একঘেয়ে অভিনেতা' বললেন নাসিরুদ্দিন

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

নেত্রকোনায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা