ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। যা অক্টোবর মাসে সর্বোচ্চ মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আর একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৩ জন ডেঙ্গু রোগী। এ বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৪২৩ জন, যা অক্টোবর মাসেই রেকর্ড ছাড়িয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭১ জন।
আরও পড়ুনএর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন। আর সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে বিভাগে ৬২ জন ও ময়মনসিংহ বিভাগে ৪১ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন










