সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলপাকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।
আরও পড়ুনপাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়াতে আলোচনা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের জনগণ উপকৃত হবে। ওষুধ, পাট, কৃষিপণ্য আমদানির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমবে। সবচেয়ে বেশি জোর দিচ্ছি পাট আমদানিতে।এদিকে, বিএসটিআইয়ের সঙ্গে হালাল পণ্য রফতানি নিয়ে সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তানের পিএইচএ।
মন্তব্য করুন









