ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে স্বামী-স্ত্রী ও সন্তানসহ আটক ৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে স্বামী-স্ত্রী ও সন্তানসহ আটক ৩, ছবি: দৈনিক করতোয়া।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন-বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের ছেলে আবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৬ অক্টোবর) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তিনজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিওপি’র দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। আটক তিনজনকে বিজিবি রাতে ভূরুঙ্গামারী থানায় হস্তানতর করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সায়মন হাওলাদার ও তার স্ত্রী ২০২২ সালে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করলে তারা এক দালালের সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, বিজিবি‘র মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই শেষে তাদের আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে স্বামী-স্ত্রী ও সন্তানসহ আটক ৩

ঘূর্ণিঝড় ‘মন্থার’ আঘাতহানার স্থান ও সময় নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজ গ্রেপ্তার

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে নির্দেশনা চেয়ে রিট

নওগাঁর সাপাহারে পুনর্ভবা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

আজ আবার মুখোমুখি বাংলাদেশ-থাইল্যান্ড