ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলছে

এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলছে

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো ট্রেন সেবা চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে শাহবাগ থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রোরেল সেবা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, সন্ধ্যা ৭টা ১৫মিনিট থেকে মতিঝিল-শাহবাগ-মতিঝিল রুটে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে। 

এর আগে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শুধুমাত্র উত্তর-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্টো ট্রেন চলাচল শুরু হয় দুপুর প্রায় ৩টায়। তখন আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন ট্রেন চলাচল বন্ধ ছিল। 

আরও পড়ুন

জানা গেছে, ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় বেলা সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ চিল। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তর-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা কথিত জ্বীনের বাদশা

উত্তরা ইপিজেডে চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দির উচ্চ ফলনশীল কাঁচা মরিচ বাজারে: কমছে দাম

গাইবান্ধার সাঘাটায় বালু বোঝাই ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ

রংপুরের মিঠাপুকুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

বগুড়ার আদমদীঘিতে মাঠে মাঠে সোনালী রঙ ধরেছে আগাম জাতের ধানে