ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

রেজিস্টার বিল্ডিং ঘেরাও করলেন ডাকসু নেতারা,চাইলেন ডাকসুর টাকার হিসাব

রেজিস্টার বিল্ডিং ঘেরাও করলেন ডাকসু নেতারা,চাইলেন ডাকসুর টাকার হিসাব

ঢাবি প্রতিনিধি : ডাকসু ফান্ডের টাকা হস্তান্তরসহ ৩ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেছে ডাকসু ও হল সংসদ নেতৃবৃন্দ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করে তারা। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের দাবি সমুহের মধ্যে রয়েছে-২০১৯ ডাকসু পরবর্তী সময় থেকে ডাকসু ও হল সংসদ ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা হস্তান্তর ও ডাকসুর অতীতের সকল ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে বাজেট স্বচ্ছভাবে উপস্থাপন, নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে ক্যাম্পাস থেকে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে মিছিলে নেতৃত্বদানকারী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিন সহ সকল ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করা।

এদিন প্রশাসনিক ভবন ঘেরাওকালে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কক্ষে প্রবেশ করে ৩ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে, ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আশ্বাসে তারা শান্ত হন।

আরও পড়ুন

এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমরা দায়িত্ব নেওয়ার দেড় মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের বাজেট বুঝিয়ে দিতে পারেনি। এজন্য আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে গালি খেতে হচ্ছে। এছাড়াও, গতকাল আমরা ক্যাম্পাস থেকে হকারদের উচ্ছেদ করলে বামরা বহিরাগত এনে ক্যাম্পাসে মিছিল করে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে নির্বিকার ভুমিকা পালন করছে।

তিনি উল্লেখ করেন, ২৪ এর ৩ আগস্ট খুনি হাসিনার পক্ষে মিছিল করে ট্রেজারার অফিসের কর্মকর্তা রুহুল আমিন। কিন্তু সে এখনো বহাল তবিয়তেই আছে। এখন অবধি তাকে গ্রেফতার করা হয়নি। সে নিয়মিত অফিস করে যাচ্ছে। এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্টার বিল্ডিং ঘেরাও করলেন ডাকসু নেতারা,চাইলেন ডাকসুর টাকার হিসাব

রংপুর অঞ্চলে আলুতে কৃষক ও ব্যবসায়ীদের এবার দুই হাজার কোটি টাকা লোকসান

পাবনার সুজানগরে ১ কেজি শিমের দামে ২ কেজি চাল

চাইলেই দুর্নীতি নির্মূল করা না গেলেও কমানো সম্ভব : দুদক চেয়ারম্যান

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

আবারও ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা