ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

চাইলেই দুর্নীতি নির্মূল করা না গেলেও কমানো সম্ভব : দুদক চেয়ারম্যান

সংগৃহিত,চাইলেই দুর্নীতি নির্মূল করা না গেলেও কমানো সম্ভব : দুদক চেয়ারম্যান

চাইলেই দুর্নীতি একেবারে নির্মূল করা না গেলেও কমানো সম্ভব বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। 

রোববার (২৬ অক্টোবর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৭তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থায় সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আজকে যারা এসেছেন এর মধ্যে দুইটা ভাগ। একটা হচ্ছে সেবাদাতা, যারা মূলত সরকারি অর্থে লালিত-পালিত। আরেকটা অংশ হচ্ছে সেবাগ্রহীতা। এটাই হচ্ছে বড়ো অংশ। তারা সরকারের আনুগত্য খুব কমই পেয়ে থাকেন। কষ্ট করে জীবন ধারণ করেন এবং তাদের এই কষ্টার্জিত অর্থের কিছু অংশ কর হিসেবে সরকার নিয়ে নেয়। সেটা দিয়ে আমাদের বেতন। 

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ করে দিতে পারবে-নির্মূল করতে পারবে; আমি যদি এখনই প্রত্যাশা করি, এটা একটু বেশি প্রত্যাশা করা হবে। তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব।

গণশুনানি প্রসঙ্গে মোমেন বলেন, আমরা কিন্তু জনগণকে, কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না। আমরা করে দিচ্ছি সম্পৃক্ত। সম্পৃক্ত করে দেওয়ার লাভটা হচ্ছে পরস্পর পরস্পরের কাছে যে এক্সেস সেই এক্সেসটা পাওয়া। আমরা যখন যশোর থেকে চাকরি জীবন শেষ করে অন্যত্র বদলি হয়ে চলে যাব, কিংবা চাকরি জীবন শেষ হয়ে যাবে, অন্যত্র চলে যাব, যাওয়ার সময় যদি দেখি যশোরের মানুষের চোখের কোনায় একটু অশ্রুবিন্দু নেমে এসেছে তাহলে তখন বলব যে, আমি বোধহয় জনগণের সঙ্গে মিশে গিয়েছিলাম। আমি বোধহয় জনগণকে কিছুটা হলেও সেবা দিতে পেরেছি। আর আমি চলে যাওয়ার সময় যদি হাততালি পড়ে তখন বুঝতে হবে যে আসলে জনগণ আমাকে চায়নি। আমি গায়ের জোরে একদিন আমি এখানে ছিলাম।

সেবাদাতাদের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, আমি আজকে শুধু কাজ করলাম আমার এসিআর লিখিত হলো রাষ্ট্রকে জবাব দিলাম এবং সবশেষে এটা মাথায় রাখতে হবে আমার যে বিবেক আমার বিবেকের কাছে তো আমার জবাব দিতে হবে।

আরও পড়ুন

সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, প্রেসম্যানরা হচ্ছে হুইসেলব্লোয়ার। আমরা দুদকের যত মামলা মোকদ্দমা বিভিন্ন সময় আমরা নাড়াচাড়া করি অনুসন্ধান করি, তদন্ত করি, মামলা তৈরি করে আদালতে পেশ করি; আমি হিসেব করে দেখেছি তার ৫০ শতাংশের বেশি আছে যারা প্রেসম্যান, তাদের দেওয়া সংবাদকে। এখন সেই সংবাদ যথার্থ কিনা সেটা একসময় পরীক্ষা-নিরীক্ষার পর প্রমাণিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, জঙ্গলের আইন তো সভ্যতার আইন হতে পারে না। তাই দানবের গুণ মানুষের মধ্যে থাকতে পারে না। কিন্তু আমাদের এখানে আজকের যে আলোচ্য বিষয়, যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, অন্তত কিছু মানুষ তো তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কেন হয়েছেন সেটাই আজকের আলোচনার বিষয়। আর যেন না হন। আপনারাও আশা করি এটাকে নিজেদের কর্তব্য হিসেবে মেনে নিয়ে এই ফল ত্যাগ করবেন।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি যে দুর্নীতি যাতে কমিয়ে আনা সম্ভব হয়। সমাজের সর্বস্তরে দেখা যাচ্ছে যে যারা যতটুকু প্রাপ্য সেখান থেকে তাকে বঞ্চিত করতে পারাটাই যেন বাহাদুরি। আর এমন বাহাদুরি চলতে দেওয়া যায় না। কাজেই আমরা খেয়াল রাখব যে আমরা যেন যে দপ্তরেই কর্মসম্পাদন করি না কেন, যেন দুর্নীতি নিজে করব না, অন্যের দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।

মূল্যবান উপহার না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতি সম্প্রতি আমরা আরেকটা বিষয়ের দিকে এগোতে যাচ্ছি সেটা হচ্ছে নো গিফট। এই নো গিফ এই এই চর্চাটা আমরা এখন থেকে করব।  অতিথি আসলে আমরা তাকে আদর আপ্যায়ন করি। কিন্তু যে ক্ষেত্রে স্বার্থের সংশ্লিষ্টতা আছে সেই ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। এমন উপহার গ্রহণ করবো না যা আমাকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইলেই দুর্নীতি নির্মূল করা না গেলেও কমানো সম্ভব : দুদক চেয়ারম্যান

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

আবারও ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা

তিন বছরেও বৃত্তির টাকা মেলেনি রংপুরের গঙ্গাচড়ার ২৯ শিক্ষার্থীর

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ব্রুকের অবিশ্বাস্য সেঞ্চুরি

গণমাধ্যম সংস্কার কমিশনের ১৩ প্রস্তাব নভেম্বরে বাস্তবায়ন করবে সরকার : তথ্য উপদেষ্টা