ওয়ানডে সিরিজে স্পিনের কাছে নাস্তানাবুদ হওয়ার পর এবার ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নিজেদের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করেছে ক্যারিবীয়রা। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে দলে আনা হয়েছে নতুন বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে।
ওয়ানডে সিরিজে আকিল হোসেন ও গুদাকেশ মোতি ছিলেন দলে। এবার সেই জুটিতে যোগ হলেন পিয়েরে। অর্থাৎ তিন বাঁহাতি স্পিনার নিয়ে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস চোটের কারণে ছিটকে গেছেন।
মিরপুরে শেষ ওয়ানডে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে ক্যারিবীয়দের। তিন ম্যাচে মোট ৪৪টি উইকেটের পতন বলছে পুরো সিরিজই ছিল স্পিনের দাপটে। বাংলাদেশের রিশাদদের ঘূর্ণিতে বারবার ভুগেছে অতিথিরা।
ওয়ানডে সিরিজ শেষ হতেই আজ চট্টগ্রামের পথে রওনা দিয়েছে দুই দল। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবার দেখা যাক তিন বাঁহাতি স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কতটা ঘুরে দাঁড়াতে পারে।
আরও পড়ুন






_medium_1761300200.jpg)


