ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ওই যুবককে ধাক্কা দেয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়। গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিহত ইকবালের ভাই মো. তরিকুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামে। বাবার নাম মৃত ইকবাল আবুল হোসেন। ঢাকায় যাত্রাবাড়ীতে পরিবার নিয়ে বসবাস এবং ব্যবসা করতেন ইকবাল। তার এক সন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত

জামায়াত আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে না: আকন্দ

মেসির নতুন চুক্তি, মায়ামিতে থাকবেন ২০২৮ পর্যন্ত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের প্রথম সাক্ষাৎ

ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে পুড়ে ছাই যাত্রীবাহী বাস, নিহত ১৯

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প