ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

মা’কে হত্যার অভিযোগ থেকে ছেলে সাদকে অব্যাহতি 

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় চাঞ্চচল্যকর গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখার মামলার অভিযোগপত্র গতকাল মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুপচাঁচিয়া আমলি আদালতে গৃহিত হয়েছে। এতে উভয় পক্ষের শুনানিঅন্তে ছেলে সাদ বিন আজিজকে (২০) অব্যাহতি প্রদানসহ অপর ৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়।

দুপচাঁচিয়া উপজেলা সদরের বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে জয়পুরপাড়ায় গত বছর ১০ নভেম্বর দিনের বেলায় বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা দুপচাঁচিয়া উিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এসএম আজিজুর রহমানের  স্ত্রী গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যা করে। পরে লাশটি ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায়। এদিকে তার ডিএস কামিল মাদ্রাসায় আলিম পড়ুয়া ছোট ছেলে সাদ বিন আজিজ অন্যান্য দিনের মতো সকালে মাদ্রাসায় চলে যায়। দুপুরে সাদ বিন আজিজুর রহমান বাসায় ফিরে দেখে বাসার মূল গেটে বাইর থেকে তালা লাগানো।

সে ধারণা করে তার মা বাড়িতে তালা দিয়ে কোথাও গেছে। তার কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভিতরে প্রবেশ করে মাকে না পেয়ে আশে পাশের বাসায় খোঁজাখুজি করে। সেখানে না পেয়ে বাসায় ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলোসহ ঘরে রক্ষিত আলমারিতে কুড়াল দিয়ে আঘাতের চি‎হ্ন দেখতে পায়। সে তার বাবা এস এম আজিজুর রহমানকে মোবাইল ফোনে খবরটি জানায়। খবর পেয়ে তার বাবা আজিজার রহমান বাসায় আসে এবং স্ত্রীকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে।

এক পর্যায়ে বাসার ডিপ ফ্রিজের ঢাকনি কিছুটা উঁচু অবস্থায় দেখতে পায়। ফ্রিজের ঢাকনি খুলে হাত,পা বাঁধা তার স্ত্রী উম্মে সালমা খাতুনকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ,ডিবি,র‌্যাবসহ বিভিন্ন সংস্থ্যা তদন্তে নামে। এ সংক্রান্তে তার বড় ছেলে নাজমুস সাকিব (২৬) বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পরের দিন ১১ নভেম্বর সোমবার র‌্যাব-১২ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ছোট ছেলে সাদ বিন আজিজকে (২০) গ্রেফতার করে রিমান্ডে নেন। এরপর একটি মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি রিমান্ডে থাকা অবস্থায় মামলাটির নতুন মোড় নেয়। বাড়ির ভাড়াটিয়াকে অনৈতিক কাজে বাধা এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বেঁধে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

নারী ভাড়াটিয়া উপজেলা উত্তরসাজাপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মাবিয়া সুলতানা হাসি (৫০)সহ তিনজন এই হত্যাকান্ডে জড়িত। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে জেলা ডিবি ও দুপচাঁচিয়া থানা পুলিশের যৌথ টিম মাবিয়া সুলতানা হাসিসহ তালুচ পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে মোসলিম (২৮) ও তালুচ বাজার এলাকার নারায়ন রবিদাসের ছেলে সুমন চন্দ্র রবিদাস (৩২) এই তিনজনকে গ্রেফতার করে। আদালতে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা হাসি, মুসলিম উদ্দিন ও সুমন রবিদাস হত্যার দায় স্বীকার করে।

বিচারক তাদের দেওয়া জবানবন্দী ১৬৪ ধারায় রেকর্ড করে তাদেরকে আদালতে পাঠান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুব্রত কুমার সিন দীর্ঘ কয়েকমাস মামলাটি তদন্ত করে স্বাক্ষী প্রমানান্তে ছেলে সাদ বিন আজিজ ঘটনার সাথে জড়িত থাকার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতিসহ অপর ৩ জন আসামি মাবিয়া সুলতানা হাসি (৫০) মোসলিম (২৮) ও সুমন চন্দ্র রবিদাস (৩২) এর বিরদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুপচাঁচিয়া আমলি আদালতের বিচারক আরিফুল হক এর আদালতে উভয় পক্ষে শুনানিঅন্তে ছেলে সাদ বিন আজিজকে অব্যাহতিসহ অপর ৩ আসামি মাবিয়া সুলতানা হাসি (৫০) মোসলিম (২৮) ও সুমন চন্দ্র রবিদাস (৩২) এর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

জয়পুরহাটের কালাইয়ে হাতের ঠেলায় নড়ে ইটের গাঁথুনি : প্রাচীর ভেঙে দিল জনতা

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে গেল বাড়ি নিঃস্ব কৃষক পরিবার

বগুড়ার সোনাতলায় বেদখল হচ্ছে হাট বাজারের সরকারি সম্পত্তি

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লাশ রেখে বাড়ির সবাই উধাও

বগুড়ার আদমদীঘিতে মানুষের মাথার চুল চুরির মামলায় গ্রেফতার এক