ভিডিও বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

শিশু আব্দুল্লাহর হার্টে ছিদ্র : অর্থ অভাবে চিকিৎসা বন্ধ

শিশু আব্দুল্লাহর হার্টে ছিদ্র : অর্থ অভাবে চিকিৎসা বন্ধ। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার পূর্বকৃষ্টপুর গ্রামে আট বছর বয়সী শিশু আবদুল্লাহ জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত। তার হার্টে রয়েছে দুটি ছিদ্র। জরুরি অপারেশন না করলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ছেলেকে বাঁচাতে হলে দ্রুত সার্জারি করানো প্রয়োজন। আর এতে খরচ হবে প্রায় ৬ লাখ টাকা। এই টাকা জোগার করা মোটেও সম্ভব নয় এই দরিদ্র পরিবারের।

আব্দুল্লাহর বাবা হাসান আলী গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য (আনসার)। তিনি সিরাজগঞ্জে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে স্বল্প বেতনের চাকরি করেন। সংসারে রয়েছে স্ত্রী, সন্তান, মা ও বাবা। তার আয়েই চলে পুরো পরিবার। এরমধ্যে চালিয়েছেন ছেলের চিকিৎসা খরচ।

এরমধ্যে জরুরি ছেলের হার্ট অপারেশন করা। ছোট্ট আবদুল্লাহর দিন কাটে দুঃসহ যন্ত্রণায়। বুক ধড়ফড় করে, নিঃশ্বাসে কষ্ট হয়, খেতে পারে না স্বাভাবিকভাবে, রাতে ঘুমাও হয় না। খেলাধুলার বয়সে সে পড়ে থাকে বিছানায়। অসহায় মা-বাবা কিছুই করতে পারছে না, শুধু চোখের জলে ভাসছেন।

আবদুল্লাহর বাবা হাসান আলী জানান, প্রথম থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফয়সাল ফারুখের কাছে চিকিৎসা করান। এতদিন ভালোই ছিল। হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ে আব্দুল্লাহ। ওই চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সন্তোষ কুমার সাহার কাছে যান।

আরও পড়ুন

তিনি জানান, আবদুল্লাহর হার্টে দুটি ছিদ্র রয়েছে এবং অবস্থা দিন দিন জটিল হয়ে ওঠছে। জরুরিভিত্তিতে সার্জারি না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম জানান, শিশুটির বাবা-মা ইতিমধ্যে অফিসে যোগাযোগ করেছেন। তিনি তাদের সরকারি অনুদানের জন্য অনলাইনে আবেদন করতে বলেছেন। তবে এই দীর্ঘ প্রক্রিয়ার বাইরে দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজন সমাজের সহানুভূতি ও সাহায্যর।

সাহায্য পাঠাতে ইচ্ছুক ব্যক্তিরা আবদুল্লাহর বাবার ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ নম্বরে অর্থ সহায়তা পাঠাতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট-মো. হাসান, হিসাব নং-২৬৮১০৩০০০১৭৫৬ ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখা। বিকাশ নম্বর : ০১৭৩৮৫৪৩১৩২।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

জয়পুরহাটের কালাইয়ে হাতের ঠেলায় নড়ে ইটের গাঁথুনি : প্রাচীর ভেঙে দিল জনতা

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে গেল বাড়ি নিঃস্ব কৃষক পরিবার

বগুড়ার সোনাতলায় বেদখল হচ্ছে হাট বাজারের সরকারি সম্পত্তি

বগুড়ার শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লাশ রেখে বাড়ির সবাই উধাও

বগুড়ার আদমদীঘিতে মানুষের মাথার চুল চুরির মামলায় গ্রেফতার এক