বগুড়া-১ আসনে জামায়াত বিপুল ভোটে জয়লাভ করবে : অধ্যক্ষ শাহাবুদ্দিন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে জামায়াত বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা এ আসনের প্রত্যন্ত চরাঞ্চল থেকে শুরু করে গ্রামে এবং হাটবারের প্রতিটি মানুষের কাছে গিয়েছি। ইতোমধ্যেই তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে বেশ সাড়া পেয়েছি।
তাছাড়া জামায়াত ক্ষমতায় গিয়ে রাজশাহী বিভাগের সাথে ময়মনসিংহ বিভাগের সরাসরি যোগাযোগ স্থাপন করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করবে, যমুনা নদীর প্রস্থ কমিয়ে নদী শাসনের মাধ্যমে ড্রেজিং এর আওতায় নিয়ে এসে দু'পাশে বিশালাকার কৃষিজমি সৃষ্টি করবে, চরাঞ্চলে কমপক্ষে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপন করবে, এলাকার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে বিশালাকার শস্য হিমাগার স্থাপন, সরকারি সবগুলো রাস্তা পাকাকরণ, চরাঞ্চলের রোগীদের জন্য এয়ার এম্বুলেন্স সেবা চালুসহ অনিয়ম দুর্নীতি বন্ধ করে বেকার যুবকদের কর্মসংস্থানসহ নানা ধরণের উন্নয়ন করবে।
এজন্য এলাকার মানুষ আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে। আজ বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন এলাকায় জনসংযোগের অংশ হিসেবে কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া বাজারে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম, সাবেক সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, উপজেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, কণিবার্ড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আইনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলার সাবেক শিবির সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।
মন্তব্য করুন