সিরাজগঞ্জের রায়গঞ্জে আগাম জাতের আমন ধান কাটা শুরু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে চলতি মৌসুমে আগাম জাতের আমন ধান কাটাতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। উপজেলা অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে এ উপজেলার ১৯ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ১৬৫ হেক্টর জমির ধানকাটা হয়েছে।
উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা গ্রামের জহুরুল ইসলাম ও আশরাফ আলী বলেন, আমরা দুই জন এ মৌসুমে ৬ বিঘা জমিতে আগামজাতের ব্রিনা-৭ ধান চাষ করছি। প্রতি বিঘায় জমিতে ১৮ থেকে ২০ মণ ধান হচ্ছে। বর্তমান বাজার মূল্য ১ হাজার ১৫০ থেকে ১২শ’ টাকা মণ বিক্রি হচ্ছে।
আরও পড়ুনএবিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. মোমেনুল ইসলাম জানান, ইতোমধ্যে আগামজাতের ধান কাটা শুরু হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবছরের আগাম জাতের ব্রি-ধান ৭৫, ৯০ ও ১৭ ধানের ফলন ভালো হয়েছে।
মন্তব্য করুন