ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুই দেশ থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুই দেশ থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার, ছবি: সংগৃহীত।

আরব আমিরাত ও মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।

আজ বুধবার (২২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে আরব আমিরাতের দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন

এছাড়া মিয়ানমার থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিকটন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ) থেকে। এতে ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিকটনের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুই দেশ থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

আর্সেনালের ঘরের মাঠে বিধ্বস্ত আতলেতিকো

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৩৮ 

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের জালে বার্সার গোল উৎসব

কোন স্মার্টফোনটির ক্যামেরা সেরা 

কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি