রংপুরের মিঠাপুকুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে ফাঁস লাগানো অবস্থায় আনিচুর রহমান (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আনিচুর রহমান কুড়িগ্রামের কুমরপাড়া গ্রামের ময়েন উল্লাহর ছেলে। তিনি গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর পাঁচমরা নামক স্থানে মহাসড়ক সংলগ্ন একটি গাছ থেকে আনিচুর রহমানের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনপুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন